হলিউডের কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড মারা গেছেন

রবার্ট রেডফোর্ড। ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে নিজ বাড়িতেই মারা যান ৮৯ বছর বয়সী এই কিংবদন্তি। তার পরিবারের বরাত দিয়ে গার্ডিয়ানের আজ মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৯৩৬ সালে লস অ্যাঞ্জেলসে জন্ম নেওয়া চার্লস রবার্ট রেডফোর্ড ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। ইউনিভার্সিটি অব কলোরাডো থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা করেন।

১৯৬২ সালে 'দ্য ভয়েস অব চার্লি পন্ট' সিনেমায় অভিনয়ের জন্য তিনি এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। 

তার চলচ্চিত্র জীবনের মোড় ঘুরে যায় ১৯৬৯ সালের বিখ্যাত ছবি 'বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড' এ অভিনয়ের পর, সেখানে তার সহ-অভিনেতা ছিলেন পল নিউম্যান।

পল নিউম্যানের সঙ্গে রবার্ট রেডফোর্ড। ছবি: সংগৃহীত

এরপর একে একে দ্য স্টিং (১৯৭৩), দ্য গ্রেট গ্যাটসবি (১৯৭৪), থ্রি ডেজ অব দ্য কন্ডর (১৯৭৫), অল দ্য প্রেসিডেন্টস মেন (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

রবার্ট রেডফোর্ড ছিলেন ৭০-এর দশকের অন্যতম প্রভাবশালী অভিনেতা। তিনি একইসঙ্গে মূলধারার হলিউড ও নিউ ওয়েভ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পরে পরিচালক ও প্রযোজক হিসেবেও তিনি অস্কার জেতেন।

তার উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল, যা পরবর্তীতে রিজার্ভয়ার ডগস, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, ডনি ডার্কো, ফ্রুটভেল স্টেশন ও কোডা–র মতো বিখ্যাত সিনেমার প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

২০১০ এর দশকের মাঝামাঝি সময়ে রবার্ট রেডফোর্ড ধীরে ধীরে চলচ্চিত্র নির্মাণ থেকে সরে আসতে শুরু করেন। তিনি সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের দায়িত্ব হস্তান্তর করেন এবং অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন। বড় পর্দায় তার শেষ উল্লেখযোগ্য কাজ ছিল ২০১৮ সালের ক্রাইম ড্রামা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান, যার পরিচালক ছিলেন ডেভিড লাওয়ারি।

রেডফোর্ড ২০০২ সালে সম্মানসূচক অস্কার লাভ করেন। ২০১৭ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাকে আজীবন সম্মাননা হিসেবে গোল্ডেন লায়ন দেওয়া হয়। ২০১৯ সালে তিনি পান সম্মানসূচক সিজার অ্যাওয়ার্ড।

এছাড়া ২০১০ সালে ফ্রান্স সরকার তাকে শেভালিয়ে দ্য লিজিওন ডি'অনার উপাধিতে ভূষিত করে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান রবার্ট রেডফোর্ড।

Comments

The Daily Star  | English

Water lily tug-of-war continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June..Despite several exchanges of letters and multiple meetings between NCP and the chief election commissioner, other

1h ago