যে নাটক নির্মাণে টিম নিয়ে অস্ট্রেলিয়ায় মাজনুন মিজান

মাজনুন মিজান ও রুপন্তী আকিদ। ছবি: সংগৃহীত

মাজনুন মিজানকে দর্শকরা চেনেন অভিনেতা হিসেবে। ২০ বছর ধরে তিনি অভিনয় করছেন নাটকে ও সিনেমায়। হুমায়ুন আহমেদের পরিচালনায় বেশকিছু নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন মিজান।

মাঝে মাঝে তিনি নাটক পরিচালনা করেন। সেই ধারাবাহিকতায় এবার  তিনি পরিচালনা করছেন এক ঘণ্টার নাটক 'মায়াজীবন'।

নাটকটির শুটিং হচ্ছে অস্ট্রেলিয়ায়। পরিচালনা ছাড়াও নাটকের  গল্পটাও লিখেছেন মাজনুন মিজান।

'মায়াজীবনে' অভিনয় করেছেন ডলি জহুর, অপর্ণা ঘোষ, রুপন্তী আকিদ, শিল্পী সরকার অপু প্রমুখ। মাজনুন মিজানকেও দেখা যাবে নাটকটিতে অভিনয় করতে।

মাজনুন মিজান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মায়াজীবন আমার  পরিচালিত ছয় নম্বর নাটক। প্রথম পরিচালনা করেছিলাম "আমলকি"। এ ছাড়া, প্রথমবারের মতো একটি বিজ্ঞাপন নির্মাণ করেছি সম্প্রতি।'

অভিনেতা না কি নির্মাতা, কোন পরিচয়ে স্বচ্ছন্দ বোধ করেন? জানতে চাইলে তিনি বলেন, 'অভিনেতা হিসেবেই সবাই আমাকে চেনেন। অভিনয় ভালোবাসি। এটাই প্রথম পরিচয়। পরিচালনা মাঝে মাঝে করি।'

'মায়াজীবন' নাটকের গল্পে দেখা যাবে মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ স্বামী-স্ত্রী। তাদের একটি মেয়ে আছে। বেশ সুখেই কাটছে তাদের সংসার। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় অপর্ণা ঘোষ মারা গেলে বিপাকে পড়ে যান মাজনুন মিজান।

মাজনুন মিজানের ভাষ্য, 'নাটকের গল্প দর্শকদের স্পর্শ করে যাবে—এটা আমার বিশ্বাস। চমৎকার লোকেশনে শুটিং করেছি। শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। আমিও চেষ্টা করেছি যত্ন করে নাটকটি বানাতে।'

পরিচালনার পাশাপাশি মাজনুন মিজান ব্যস্ত সময় পার করছেন অভিনয় নিয়েও। ঈদের বেশ কয়েকটি নাটক ও শর্টফিল্মে দেখা যাবে তাকে।

Comments

The Daily Star  | English
Osman Hadi murder case update

Hadi killed on the instructions of ex-DNCC councillor Bappi: DB

DB official says prime accused Faisal linked to banned BCL, killing was driven by political vengeance

1h ago