৩ নারী নিখোঁজ হওয়ার গল্প ‘শুক্লপক্ষ’

ছবি: সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনালে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদ পরিচলিত ওয়েবফিল্ম 'শুক্লপক্ষ'। আগামীকাল ১১ আগস্ট রাত ৮টায় ওয়েবফিল্মটি মুক্তি পাবে। 

এতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, খাইরুল বাসার, সুনেরাহ বিনতে কামাল। অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারুক আহমেদ, শরীফ সিরাজ ও আব্দুল্লাহ সেন্টুসহ অনেকেই।

একই ইউনিভার্সিটি থেকে পর পর ৩ জন মেয়ে নিখোঁজ হয়েছেন। কেউ একজন টার্গেট করছে তরুণীদের। মঞ্জুর ধারণা, তার পছন্দের মানুষ লাবণীও হতে পারে অপহরণের শিকার। তবে, শুধু ধারণার ওপর ভর করে মঞ্জু কী করে বাঁচাতে পারবে লাবণীকে? এমন এক ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ওয়েবফিল্মটি। 

অভিনয়শিল্পী খাইরুল বাসার বলেন, 'আমি নিজেও শুক্লপক্ষ দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। হিংসা, প্রেম, অসহায়ত্ব, ক্ষমতা বা বর্বরতার এক দারুণ দ্বান্দ্বিক উপস্থাপন আছে এই গল্পে। আমি আন্তরিকভাবে আশা করছি, তারা হতাশ হবেন না।' 

সুনেরাহ বিনতে কামাল বলেন, 'দর্শক হিসেবে যখন শুক্লপক্ষ-এর স্ক্রিপ্ট পড়েছি তখনই কাজ করার আগ্রহ জন্মেছিল। ভিকি জাহেদের থ্রিলার মানেই তো অন্যরকম কিছু। সিনেমাতে আমাকে অনেকগুলো লুকে দেখা যাবে। যেটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল।'

জিয়াউল রোশান বলেন, 'আমার করা এইটাই প্রথম ওয়েবফিল্ম। আমার সহশিল্পীরা সবাই নিজ নিজ জায়গা থেকে দুর্দান্ত কাজ করেছেন। সেটে আমরা সবাই খুব আনন্দ নিয়ে কাজটা করেছি। সব মিলিয়ে কাজটা দর্শক উপভোগ করবে।' 

'শুক্লপক্ষ' ওয়েবফিল্মের ৩টি গান গেয়েছেন ইমরান, কনা, অবন্তী সিঁথি ও অজয় রায়।

 

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

10h ago