দ্বিতীয় সিনেমা দাগী’র শুটিংয়ে আফরান নিশো

আফরান নিশো। ছবি: সংগৃহীত

প্রথম সিনেমা 'সুড়ঙ্গ' মুক্তি পাওয়ার দীর্ঘ সময় পর দ্বিতীয় সিনেমা দাগীর শুটিংয়ে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো

আজ সোমবার থেকে নীলফামারীতে দাগী সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন এই অভিনেতা। ২০২৩ সালের জুনে মুক্তি পেয়েছিল সুরঙ্গ।  

এই সিনেমায় তার বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।

তমা মির্জা। ছবি: সংগৃহীত

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র দ্য ডেইলি স্টারকে শুটিংয়ের বিষয়টি জানিয়েছেন।

'দাগী' সিনেমাটি অ্যাকশন, ড্রামা ও রোমান্সের মিশেলে নির্মিত হবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটির পরিচালক শিহাব শাহীন বলেন, 'যে গল্প নিয়ে সিনেমাটি করছি, এ রকম গল্প আগে দর্শক দেখেনি। দর্শককে নতুন কিছু দেখানোর চেষ্টা করেছি। দুই বছর ধরে এ সিনেমার ওপর কাজ হচ্ছে।'

সুনেরাহ বিনতে কামাল। স্টার ফাইল ছবি

সিনেমাটি পরিচালনা করছেন শিহাব শাহীন। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা 'ছুঁয়ে দিলে মন'।

'দাগী' তার দ্বিতীয় সিনেমা এবং আফরান নিশোরও দ্বিতীয় সিনেমা।

Comments

The Daily Star  | English

Candidates complain of polling agent restrictions in Jucsu election

Here are the real-time updates on Jahangirnagar University Central Students' Union (Jucsu) and hall unions polls.

59m ago