মেয়ের কাছ থেকে সেরা বার্থ ডে গিফট পেয়েছি: রিয়াজ

অভিনেতা রিয়াজ। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ঢাকাই সিনেমায় জনপ্রিয় অভিনেতা রিয়াজ। ২ দশকেরও বেশি আগে পর্দায় অভিষক হয় তার। ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। সিনেমার পাশাপাশি নাটকেও সফল তিনি। নন্দিত চলচ্চিত্রকার ও নাট্যকার হুমায়ুন আহমেদের পরিচালনায় কিছু নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অপারেশন সুন্দরবন

আজ দর্শকপ্রিয় অভিনেতা রিয়াজের জন্মদিন। জন্মদিনে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

প্রিয়জনদের কাছ থেকে পাওয়া সেরা উপহার কী এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, 'আমার মেয়ে জন্মদিন উপলক্ষে আমাকে সেরা গিফট দিয়েছে। জন্মদিনের কয়েকদিন ধরে ওই ভেতরে যে উচ্ছাস ও আনন্দ দেখেছি তা সত্যিই আমার জীবনকে আরও রঙিন করেছে। ভেবেছি জীবন সত্যিই সুন্দর, একটু বেশি সুন্দর, বেঁচে থাকা আরও সুন্দর।'

রিয়াজ আরও বলেন, 'আজ সাত সকালে মেয়ের কাছ থেকে একটি কার্ড উপহার পেয়েছি। মেয়ের কাছ থেকে সেরা বার্থ ডে গিফট পেয়েছি। আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে সেরা গিফট। এর চেয়ে বড় গিফট হতে পারে না।'

জন্মদিনে বড় কোনো পরিকল্পনা করেননি ঢালিউডের একসময়ের ব্যস্ত এই নায়ক। তার মতে, 'প্রতিটি দিনই একইরকম। প্রতিটি দিনই সমান। প্রতিটি দিনের সমান গুরুত্ব আমার কাছে।'

আরেকটি বিশেষ কারণে বিশেষ দিনটি নিয়ে কোনোরকম হইচই কিংবা বেশি আনন্দ করছেন না। সেটি হচ্ছে সদ্য দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূণিঝড়। রিয়াজ বলেন, 'ঝড়ের মধ্যে যারা মারা গেছেন, ফসল হারিয়েছেন, কষ্ট ভোগ করেছেন, সবার প্রতি সহানুভূতি ও ভালোবাসা। তাদের জন্য খারাপ লাগছে।'

ভক্ত, দর্শকরা কতটা ভালোবাসা দিচ্ছেন আজকের দিনে জানতে চাইলে তিনি বলেন, 'দেখুন, আমি একসময় নিয়মিত অভিনয় করেছি। প্রচুর সিনেমা করেছি। নাটকও করেছি। এখন বিরতি দিয়ে অভিনয় করছি। তারপরও এত মানুষের সাড়া, এত মানুষের ভালোবাসায় মন ভরে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবা ফোনে যেভাবে মানুষের কাছ থেকে ভালোবাসার প্রকাশ দেখতে পাচ্ছিম, তাতে মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা ও ঋণ বেড়ে যাচ্ছে। আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নই, ক্ষুদ্র একজন মানুষ আমি। মানুষের ভালোবাসার ঋণ কোনোভাবেই শোধ করতে পারব না।'

রিয়াজ বলেন, 'মানুষের প্রবল ভালোবাসা মনে করিয়ে দিচ্ছে- অনেক দিন বাঁচতে হবে। মেয়ের ভালোবাসাও একরইরকম অনুভূতি কাজ করছে।'

Comments

The Daily Star  | English

CA likely to announce election date within 4-5 days: Mostafa Jamal

The Jatiya Party (Kazi Zafar) chief made the remarks after a meeting between Yunus and 12 parties at the state guest house Jamuna

5h ago