চট্টগ্রামের কালচার তুলে ধরা হয়েছে মেইড ইন চিটাগং সিনেমায়

অপর্ণা ঘোষ। ছবি: শেখ মেহেদী মোরশেদ

মৃত্তিকা মায়া ও গণ্ডি সিনেমায় অভিনয়ের জন্য ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অপর্ণা ঘোষ। মঞ্চ দিয়ে অভিনয় শুরু করা এই অভিনেত্রীর নতুন সিনেমা মেইড ইন চিটাগং। সিনেমাটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।

নতুন সিনেমা এবং অন্যান্য বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অপর্ণা ঘোষ।

ডেইলি স্টার: আপনার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে আজ?

অপর্ণা ঘোষ: হ্যাঁ। মেইড ইন চিটাগং মুক্তি পাচ্ছে আজ। আমি জাপানে ছিলাম স্বামীর কাছে। দেশে এসেছি সিনেমা মুক্তি উপলক্ষে। কিছুদিন পর ফিরে যাব। এটি পুরোটাই চট্টগ্রামের ভাষায় নির্মিত সিনেমা। প্রথমবারের মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পুরো সিনেমা নির্মিত হয়েছে। আমার বাড়িও চট্টগ্রামে। সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা ও অন্যরকম ভালোবাসা কাজ করছে এই সিনেমার জন্য।

ডেইলি স্টার: শুধু কি চট্টগ্রামেই মুক্তি পাচ্ছে সিনেমাটি?

অপর্ণা ঘোষ: প্রথম দিন চট্টগ্রামের ২টি হলে মুক্তি পাচ্ছে। এরপর ধীরে ধীরে ঢাকা সহ সারাদেশে মুক্তি পাবে। দর্শকদের বলবো এই সিনেমায় নতুনত্ব পাবেন। যারা অভিনয় করেছেন তারাও চট্টগ্রামের অভিনয়শিল্পী। শুধু সাজু খাদেম বাদে। চট্টগ্রামের কালচার তুলে ধরা হয়েছে মেইড ইন চিটাগং সিনেমায়। সিনেমাটি মাইলস্টোন হয়ে থাকবে।

ডেইলি স্টার: বেশ কিছুদিন ধরে আপনাকে টিভি নাটকে দেখা যাচ্ছে না?

অপর্ণা ঘোষ: আপাতত নাটক করছি না। অনেকটাই কমিয়ে দিয়েছি। সামনে একটি মাত্র নাটক করব। ইলিশ মাছ নিয়ে নাটকের গল্প। চাঁদপুরে শুটিং হবার সম্ভাবনা রয়েছে। পরিচালনা করবেন রাফসান। আমি ও ফজলুর রহমান বাবু ভাই অভিনয় করব। সত্যি কথা বলতে নাটকের গল্প পছন্দ হচ্ছে না বলেই আপাতত কমিয়ে দিয়েছি। এই সময়ে এসে অনেক নাটক করতে হবে, ভাইরাল হতে হবে তা তো নয়। আমি টাকার জন্য অভিনয় করি না। নাটক আমার পেশা। ঠিক আছে। অভিনয়কে সম্মান করি। এই পেশার সবাইকে সম্মান করি। কিন্তু যে ধরণের কাজ দেখি, সেইসব কাজ আমাকে টানছে না।

ডেইলি স্টার: আপনি কী ধরণের নাটক করতে চান?

অপর্ণা ঘোষ: মনের খোরাক জোগাবে যেসব নাটক। কিছু কিছু নাটকের ভাষা, গল্প দেখে সিদ্ধান্ত নিয়েছি আপাতত অভিনয় করব না টিভি নাটকে। সমাজের প্রতি, দেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে একজন অভিনেত্রী হিসেবে। আমার পরিবার এসব শেখায়নি-সব ধরণের কাজ করতে হবে। আমি মঞ্চ থেকে অভিনয় করে আসছি। অভিনয় আমার কাছে সাধনা ও সম্মান। তবে হ্যাঁ, এই সময়ে ওয়েব সিরিজ কিন্তু ভালো হচ্ছে।

ডেইলি স্টার: আপনার বর জাপানে থাকেন, এখন কি আসা-যাওয়ার মধ্যেই থাকবেন?

অপর্ণা ঘোষ: অনেকটা তাই। যাওয়া-আসার মধ্যেই থাকব। বিয়ের পর বরকে সেভাবে সময় দেওয়া হয়নি। সেজন্য জাপানে বরের কাছে থাকব। জাপানের ভাষা শিখছি ওখানে গিয়ে। সবার আগে আমার দেশ। তারপর অন্যদেশ। জাপান ভালো লাগে। ওরা খুব পরোপকারি। এটা ভীষণ আনন্দ দেয় আমাকে। এ ছাড়া এত পরিষ্কার শহর! এটাও ভালো লাগে।

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

8m ago