বীরের আধো আধো বোলে হ্যাপি বার্থডে শোনা বড় প্রাপ্তি: বুবলি

 শাকিব-বুবলির ছেলে
শবনম বুবলী। ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

বাংলা সিনেমার দর্শকনন্দিত অভিনেত্রী শবনম বুবলি। আজ রোববার তার জন্মদিন। নিজের জন্মদিন উদযাপন, শাকিব খান ও তার সন্তান শেহজাদ খান বীর ও বিশ্বকাপ ফুটবলে প্রিয়দল নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বুবলি।

কেমন কাটছে জন্মদিন?

আমার জন্মদিনের আয়োজন শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। চয়নিকা চৌধুরী পরিচালিত 'প্রহেলিকা' সিনেমার শুটিং সেটে একদিন আগে জন্মদিন পালন হয়েছে। যেহেতু আপাতত সেখানে শুটিং নেই, তাই আগেই জন্মদিনের আয়োজন করেছিলেন। আজ থেকে 'মায়া' সিনেমার শুটিং করছি। সেখানকার শুটিং সেটেও জন্মদিনের আয়োজন করা হয়েছে। মনে হচ্ছে সপ্তাহব্যাপী জন্মদিনের আয়োজন চলবে।

এবারের জন্মদিনে সবচেয়ে ভালোলাগার ঘটনা কী?

আমার সন্তান শেহজাদ খান বীরের আধো আধো বোলে হ্যাপি বার্থডে জানানো আমার এই ছোট্ট জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই মুহূর্ত ঠিক বোঝাতে পারবো না, যখন পরিবারের অন্যদের দেখাদেখি আধো বোলে হ্যাপি বার্থডে বলার চেষ্টা করছিল। কী যে আনন্দ লাগছিল, খুশিতে আমার চোখ ভিজে আসছিল।

আজ থেকে বিশ্বকাপ ফুটবল শুরু হয়েছে। আপনি কোন দলের সমর্থক?

খেলা নিয়ে মারামারি, দ্বন্দ্ব, তর্ক আমার পছন্দ নয়। এই খেলাকে কেন্দ্র করে আত্মহত্যার মতো ঘটনা ঘটে। যা সত্যি দুঃখজনক। প্রিয়দলের পতাকা বাসার ছাদে টানাতে গিয়ে একজন মারা গেছে। এসব দেখে খুব মনখারাপ হয়। খেলা দেখতে আমি পছন্দ করি। ক্রিকেট, ফুটবল দুটোই পছন্দ করি। তবে ফুটবলে ব্রাজিল আমার পছন্দের দল। আগের  ব্রাজিলে দলের খেলা আমার খুব পছন্দ ছিল। এবারো শুটিংয়ে থাকলে কিংবা বাসায় অবশ্যই  ফুটবল খেলা দেখব।

Comments

The Daily Star  | English

Political alignment is key to a desirable future

This is the final instalment in a three-part series based on a foresight analysis centred on Bangladesh’s transition.

2h ago