অন্যরা এসব কথা বলে না, আমি সাহস করে বলেছি: দীঘি

অন্যরা এসব কথা বলে না, আমি সাহস করে বলেছি
ছবি: দিঘীর ফেসবুক থেকে নেওয়া

নতুন প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনা চলছে। সিনেমায় সিন্ডিকেট বিষয়ে কথা বলেছেন এই নায়িকা। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ'  সিনেমায় তাকে চূড়ান্ত করে বাদ দেওয়ায় অভিযোগ তুলেছেন এই নায়িকা। 

আফরান নিশোর বিপরীতে সেই সিনেমায় অভিনয় করার কথা ছিল দীঘির। এ বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন দীঘি। 

সিনেমায় সিন্ডিকেট নিয়ে এমন স্ট্যাটাস দেওয়ার কারণ কী? 

দিঘী: প্রথমত স্ট্যাটাসে আমি কোনো পরিচলকের নাম বলিনি। আমার সঙ্গে এমন ঘটনা গত কয়েক বছর ধরে অনেক পরিচালকই করেছেন। তিনি (রায়হান রাফী) কেন ভেবে নিলেন তাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছি। আমার ওপর রেগে গিয়ে আমার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন দেখলাম। তিনি কেন নিজের দিকে টেনে নিলেন। নিজের অপরাধবোধ আছে বলেই এমন করে বলছেন। 

অন্যরা এসব কথা বলে না, আমি সাহস করে বলেছি: দীঘি
ছবি: দিঘীর ফেসবুক থেকে নেওয়া

'সুড়ঙ্গ' সিনেমায় আপনার কি অভিনয় করার কথা ছিল?  

দিঘী: তার অফিসে দুবার আমার মামাসহ গিয়ে মিটিং করেছি। তখন আমাকে বলেছেন, সব ঠিক আছে। প্রযোজকের কিছু বিষয় আছে সেটা ঠিক হলেই আমরা শুটিংয়ে যাব। আমার ডেট ফাঁকা রাখতে বলেছেন। আমি আমার ডেট ফাঁকা রেখেছি। আমার আব্বাকে শুটিংয়ে যাওয়ার কথাও বলেছি। সব ঠিকঠাক না হলে তো আব্বাকে বলতাম না। ডেট ফাঁকা রেখে শুটিং না করে বসে থাকা অনেক যন্ত্রণার। আমি তাকে (রায়হান রাফী)  অনেকবার ফোন দিয়েছি কিন্তু তিনি ফোন ধরেননি। আমাকে মৌখিকভাবে চূড়ান্ত করে না জানিয়ে বাদ দিয়েছেন। এসবের সব প্রমাণ আমার কাছে আছে। 
 
আর কোনো প্রজেক্টে নিতে চেয়েছিল সেই পরিচালক?  

দিঘী: তিনি (রায়হান রাফী) আমাকে তার পরিচালিত আরেকটা ওয়েব ফিল্মেও নেওয়ার কথা বলেছিলেন। ফোনে ফোনে অনেক কথা হয়েছিল আমাদের। আমাকে নির্বাচন করে সেখান থেকেও রহস্যজনকভাবে বাদ দেওয়া হয়। অন্যরা এসব কথা বলে না, আমি সাহস করে স্ট্যাটাসে সেই কথা বলেছি। আমার সাহস আছে বলে কথা বলেছি। আমরাতো মিডিয়ায় উড়ে এসে জুড়ে বসেনি। আমার বাবা, মায়ের সম্মান আছে। সম্মান নিয়ে এতটা দিন কাজ করছি। নায়িকা হওয়ার আগে আমার ঘরে ৩টা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আর তার নাম নিয়ে কেন আলোচনায় আসতে চাইব। 

আপনি কী তার পরিচালনায় সিনেমায় কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন?  

দিঘী: আমি প্রমাণ দিতে পারব সেই পরিচালক নিজে থেকেই আমার সঙ্গে কাজ করতে চেয়েছেন। বসতে চেয়েছে, উনার অফিসে নিজেই ডেকেছেন। তারপর আমরা কাজ নিয়ে কথা বলেছি। 

এমন শোনা যাচ্ছে আপনি টিকটকে সরব বলেই নাকি সিনেমা থেকে বাদ দিয়েছেন সেই পরিচালক? 

দিঘী: আমার টিকটক করা নিয়ে প্রশ্ন তুললে আমি বলব উনি নিজেও তো টিকটক করেন উনার নায়িকাদের সঙ্গে। উনার অনেক নায়িকা নিয়মিত টিকটক করেন। তাহলে টিকটকের কথা উঠবে কেন। এটা হাস্যকর একটা অজুহাত দেখিয়েছেন সেই পরিচালক। 

 

Comments

The Daily Star  | English

Ducsu 2025, a litmus test for the interim government

Ducsu 2025 is much more than a contest for student union posts. It is like a referendum on the future of student politics in Bangladesh

35m ago