তৃতীয় সপ্তাহে এসে ঈদের সিনেমার হালচাল

ঈদ, শাকিব খান, শবনম বুবলি, পূজা চেরি, অনন্ত জলিল,
লিডার, জ্বীন ও লোকাল সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেছে। বর্তমানে কোন সিনেমার কী অবস্থান, কোন সিনেমাটি দর্শক দেখছেন তা জেনে নেওয়া যাক।

তৃতীয় সপ্তাহে এসেও আলোচনায় আছে শাকিব খান, শবনম বুবলি অভিনীত 'লিডার আমিই বাংলাদেশ'। ঈদে ১০০ সিনেমা হলে মুক্তি পেয়ে তৃতীয় সপ্তাহে এসে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুপারহিট তকমা পেয়েছে সিনেমাটি। বর্তমানে দেশের মনিহার, শ্যামলীসহ ২৫টি সিনেমা হলে দাপটের সঙ্গে চলছে সিনেমাটি।

অন্য সিনেমাগুলোর মধ্যে নাদের চৌধুরী পরিচালিত সজল ও পূজা চেরি অভিনীত 'জ্বীন' সিনেমাটির হল সংখ্যা বেড়ে সারাদেশের ১৭টি সিনেমাহলে চলছে। সিনেমাটি মাল্টিপ্লেক্স ভালো ব্যবসা করছে বলে জনা গেছে।

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত 'কিলহিম' সিনেমাটি ১৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তৃতীয় সপ্তাহে এসে মোটামুটি চলছে সিনেমাটি।

সাইফ চন্দন পরিচালিত আদর আজাদ ও শবনম বুবলি অভিনীত 'লোকাল' দেশের ১৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমাটি মোটামুটি পছন্দ করেছে দর্শক।

অন্য সিনেমাগুলোর মধ্যে বাপ্পী ও জাহারা মিতু অভিনীত 'শত্রু' তৃতীয় সপ্তাহে এসে মুক্তি পেয়েছে ৮টি সিনেমা হলে। 'আদম' সিনেমাটিও বেশ কয়েকটি সিনেমা হলে চলছে।

এদিকে অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত 'প্রেম প্রীতির বন্ধন' দেশের ২৭টি সিনেমাহলে মুক্তি পেয়েছে। কিন্তু, সিনেমাটির প্রতি দর্শকের তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago