‘একশটা কাজের প্রস্তাব পেলে একটা সিলেক্ট করি’

চঞ্চল
নতুন লুকে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেতা নতুন সিনেমার জন্য লুক পরিবর্তন করেছেন। 

নতুন গোঁফে তাকে লাগছে অন্যরকম। বড় করেছেন চুল। 

এসব করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 'লাস্ট ডিফেন্ডার অব মনোগামি' চলচ্চিত্রের জন্য।

নতুন গেটআপ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'নতুন সিনেমার জন্য ২-৩ মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। নতুন কোনো কাজও করিনি সেই অর্থে। চেহারায় পরিবর্তন আনতে হয়েছে। সিনেমার চরিত্রের জন্যই এটা করতে হয়েছে।'

'একেবারেই নতুন লুকে দর্শকরা আমাকে দেখবেন। নতুন চরিত্র তো অবশ্যই,' বলেন তিনি।

চঞ্চল আরও বলেন, 'মোস্তফা সরোয়ার ফারুকীর সিনেমা। তার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে কাজ চলছে। আমার ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট ছিল একটি বিজ্ঞাপন, যার পরিচালক ছিলেন তিনি।'

ফারুকীকে নিয়ে তিনি বলেন, 'তার পরিচালিত টেলিভিশন সিনেমায় অভিনয় করেছি। সবশেষ আয়শা করেছি। এছাড়া "লেডিস অ্যান্ড জেন্টলম্যান" ওয়েব সিরিজে অতিথি চরিত্রে দেখা গেছে আমাকে। তার কাজে মুন্সিয়ানা আছে। নতুন সিনেমায়ও তিনি চমক দেখাবেন।'

নতুন সিনেমার চরিত্রটি প্রসঙ্গে জানতে চাইলে চঞ্চল বলেন, 'গল্প ও চরিত্র বলছি না। এটা দর্শকরা সময় হলেই দেখবেন। এটুকু বলতে পারি "মনোগামি" ভিন্নধারার গল্প। এখানে আমার চরিত্রটিও ভিন্নরকম। কাজটিও ভালো হবে আশা করছি।'

মনপুরাখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, '১০০টা কাজের প্রস্তাব এলে ১টা সিলেক্ট করি। এভাবেই আমি আমার কাজগুলো বাছাই করি। কোন ধরনের কাজ করতে চাই তা আমার শিল্পী মন জানে। সেভাবেই সিদ্ধান্ত নেই।'

'মনপুরার পর শত শত কাজের অফার পেয়েছি। কিন্তু ধীরে ধীরে  সিদ্ধান্ত নিয়েছি। তাড়াহুড়া করিনি,' যোগ করেন তিনি।

নাটকের ক্ষেত্রে সাফল্য বহু আগেই স্পর্শ করেছে চঞ্চল চৌধুরীকে।
বর্তমান সময়ে ওটিটিতে যেমন আলোচিত তিনি, একইভাবে চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পাচ্ছেন। 

'সিনেমার ভাগ্য' কেমন, এমন প্রশ্ন শুনে একটু ভাবলেন চঞ্চল চৌধুরী। তারপর বলেন, 'ভাগ্য নিজে তৈরি করে নিতে হয়। কর্মই ভাগ্য। আমি মনে প্রাণে বিশ্বাস করি, কর্মই ভাগ্য।'

সৃজিত মুখার্জি পরিচালিত 'পদাতিক' সিনেমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'পদাতিক আগামী বছর মুক্তি পাবে। এ বছর বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সিনেমাটি নিয়ে আমিও অনেক আশাবাদী।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago