কবে আসবে আফরান নিশোর তৃতীয় সিনেমা ‘দম’

আরফান নিশো। ছবি: সংগৃহীত

'দম' নিয়ে প্রথমবার একসঙ্গে সিনেমায় কাজ করবেন অভিনেতা আফরান নিশো ও নির্মাতা রেদওয়ান রনি।

সত্য ঘটনার অবলম্বনে গড়ে উঠেছে 'দম' সিনেমার গল্প। আফরান নিশো ছাড়াও চঞ্চল চৌধুরী থাকছেন এ সিনেমায়।

সিনেমাটির সংশ্লিষ্ট সবাই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলেও জানিয়েছেন তারা। 

রেদওয়ান রনি বলেন, 'একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প 'দম'। 'পাওয়ার অফ আ কমন ম্যান' নিয়ে কাজ করব- অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম। বিশেষ করে চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।'

আফরান নিশো বলেন, 'এমন গল্পের সিনেমা দেশে আগে হয়েছে বলে জানা নেই। 'দম' একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে। এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে। 'দম' আমার আগের দুই সিনেমার চেয়েও অনেক বড় স্কেলের গল্প।' 

চঞ্চল চৌধুরী বলেন, 'রেদওয়ান রনি পরিচালনায় ফিরছে, এটা একটা আনন্দের ব্যাপার। তার 'দম' সিনেমার গল্পটা অসাধারণ, এ ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি, খুবই চ‍্যালেঞ্জিং, আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন। এ সিনেমার সঙ্গে যারা আছেন সবাই আমার খুব ভালোবাসার। পছন্দের গল্প–চরিত্র আর মানুষদের সঙ্গে কাজ করব, এটাই তো সবচেয়ে আনন্দের।'

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি। এসভিএফ আলফা–আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, 'আমাদের পরবর্তী বড় আয়োজনের সিনেমা কিংবা বলতে পারি আফরান নিশোকে নিয়ে 'দম' বড় আয়োজনের সিনেমা।'

Comments

The Daily Star  | English
Local gold price hiked

Gold hits all-time high

From tomorrow, each bhori of 22-carat gold will cost Tk 181,487

1h ago