নতুন চরিত্র করছি আর মনে হচ্ছে নতুন করে জন্ম নিচ্ছি: মনিরা মিঠু

মনিরা মিঠু। স্টার ফাইল ছবি

দেশের মেধাবী অভিনয়শিল্পী হিসেবে পরিচিত মনিরা মিঠু। যেকোনো চরিত্রে সাবলীল অভিনয় করার ক্ষমতা তার রয়েছে। আলোচিত ও প্রশংসিত অসংখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। বিপুল দর্শকপ্রিয় অভিনেত্রী  হিসেবে নাটক ও চলচ্চিত্র—দুটোতেই দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি। তার অভিনীত 'জ্বলে জ্বলে তারা' সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

অভিনয় জীবনের নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী মনিরা মিঠু

দ্য ডেইলি স্টার: একটার পর একটা চলচ্চিত্রে দেখা যাচ্ছে আপনাকে। 'ডোডোর গল্প' নামের নতুন সিনেমার শুটিং কবে শুরু করছেন?

মনিরা মিঠু: আশা করছি আগামী মাসে 'ডোডোর গল্প' সিনেমার শুটিং শুরু করতে পারব। এটি পরিচালনা করছেন রেজা ঘটক। সিনেমায় আমার চরিত্রের নাম নীলা চৌধুরী। আমার মেয়ের চরিত্রে থাকছেন পরীমনি। এ ছাড়া আমার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

ডেইলি স্টার: মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা?

মনিরা মিঠু: 'জ্বলে জ্বলে তারা' নামে একটি সিনেমা করেছি। এটি মুক্তির অপেক্ষায় আছে। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সরকারি অনুদানের সিনেমা। এটি মুক্তি পাবে সামনে। এখানে আমি খুব কঠিন একটি চরিত্র করেছি। ডাবিং করার সময় মনে হয়েছিল আরও কঠিন চরিত্রটি। ৩০টি সিনেমা করেছি এখন পর্যন্ত। সবচেয়ে বেশি কষ্ট মনে হয়েছে এটায় ডাবিং করার সময়।

এখানে আমি দুই বয়সের চরিত্রে অভিনয় করেছি। একটি হচ্ছে বৃদ্ধ বয়সের। অপরটি তুলনামূলক তরুণ বয়সের, যখন আমি দুই সন্তানের মা হয়েছি।

ডেইলি স্টার: 'জ্বলে জ্বলে তারা' সিনেমা করতে গিয়ে কোনো মনে রাখার মতো ঘটনা কি ঘটেছে?

মনিরা মিঠু: আছে। প্রতিটি শট দেওয়ার পর ধপাস করে মাটিতে পড়ে যেতে হয়। আমি ওই সময় সবেমাত্র অ্যাকসিডেন্ট করেছি। শরীর পুরেটা ঠিক হয়নি। একটি করে শট দিচ্ছি, আর ইউনিটের সবাই বলছেন চমৎকার। উৎসাহ বেড়েই যাচ্ছে আমার।

এরপর একটি দৃশ্য ছিল নদীতে। নদীতে নেমে গেলাম। সব রেডি। সন্ধ্যা হয়ে এসেছে। মেয়েকে ডাকতে ডাকতে আমি যাচ্ছি। ফেরার কথা মনে নেই। চরিত্রের মধ্যে ডুবে আছি। তখনো শরীরে অ্যাকসিডেন্টের প্রচণ্ড ব্যথা। এই ঘটনাটি মনে পড়ছে।

ডেইলি স্টার: 'চাদর' নামের একটি সিনেমা করেছেন?

মনিরা মিঠু: 'চাদর' সরকারি সিনেমা। এটি বিএফডিসি প্রযোজনা করছে। ৪২ বছর আগে সিনেমা হয়েছিল 'গোলাপি এখন ট্রেনে'। এরপর হলো 'চাদর'। পরিচালক জাকির হোসেন রাজু। এখানেও চ্যালেঞ্জিং চরিত্র করেছি। এ ছাড়া 'ঠোকর' নামে আরেকটি সিনেমা করেছি।

ডেইলি স্টার: প্রতিনিয়ত নতুন নতুন চরিত্রের জন্য কতটা চ্যালেঞ্জ নিতে হচ্ছে?

মনিরা মিঠু: প্রতিদিনই আমার জন্য মনে হয় নতুন চ্যালেঞ্জ। নতুন চরিত্র করছি আর মনে হচ্ছে নতুন করে জন্ম নিচ্ছি। মাত্র দুনিয়ায় আসছি। যেন আরেকটা নতুন পৃথিবী আবিষ্কার হলো।

ডেইলি স্টার: অপূর্ণতা কাজ করে কী?

মনিরা মিঠু: আমার কোনো অপূর্ণতা নেই। সৃষ্টিকর্তা যতটুকু দিয়েছেন, তাতেই খুশি।

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

7h ago