১৬১ সিনেমা হলে চলছে ‘মুজিব’ বায়োপিক

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমাটি গত শুক্রবার সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। 

আরিফিন শুভ অভিনীত সিনেমাটি দেশবাসীকে দেখার আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

'মুজিব' সিনেমাটির পরিবেশনায় আছেন জাজ মাল্টিমিডিয়া। জাজের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, মুক্তির দুই দিন না যেতেই ১৫৩ থেকে ১৬১টি সিনেমা হলে চলছে 'মুজিব' বায়োপিক।

এদিকে মুক্তির দিন থেকেই 'মুজিব' সিনেমাটি বেশ পছন্দ করছেন দর্শকরা। স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় ২০টি শো দিয়ে শুরু হলেও মাঝে একটা শো বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। 

স্টার সিনেপ্লেক্সের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের এখানে 'মুজিব' সিনেমাটি বেশ ভালোই চলছে। মুক্তির পরের দিন গত শনিবারে শো বেড়েছিল। দর্শকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সিনেমাটি নিয়ে। প্রতিদিনই অনেক শো হাউজফুল যাচ্ছে। এ ছাড়া আমাদের রাজশাহী, চট্রগ্রামে 'মুজিব' বেশ ভালোই চলছে। এইভাবে  চললে আমরা আনন্দিত, আগামীতে দেখা যাক কী হয় সিনেমাটি।'

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ছোটবেলার রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরীসহ শতাধিক অভিনয়শিল্পী। 

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। সংগীত পতিচালনায় শান্তনু মৈত্র, কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
 

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

2h ago