এক ঈদে এত মানসম্পন্ন সিনেমা মুক্তি পাওয়া সত্যিই মাইলফলক: রাশেদ মামুন অপু

রাশেদ মামুন অপু | ছবি: সংগৃহীত

রাশেদ মামুন অপু দর্শকপ্রিয় একজন অভিনয়শিল্পী। চলচ্চিত্র ও ওয়েব সিরিজ—দুই মাধ্যমেই তিনি সফলতা পেয়েছেন। এবারের ঈদে তার অভিনীত 'দাগি' ও 'জংলি' দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এছাড়া, এবারের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিযোগিতা করছেন তিনি।

মুক্তিপ্রাপ্ত দাগি ও জংলি এবং অভিনয় শিল্পী সংঘের নির্বাচন নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন রাশেদ মামুন অপু।

তিনি বলেন, এবারের ঈদের সিনেমা দর্শকরা দেখছেন। এখনো বেশ আগ্রহ নিয়েই  দেখছেন। দুর্দান্ত সুস্থ সিনেমার প্রতিযোগিতা হয়েছে, যা অনেক দিন দেখা যায়নি। দেশের সিনেমা শিল্পের ভালোর জন্য এটা দরকার আছে।

রাশেদ মামুন অপু বলেন, এক ঈদে এত মানসম্পন্ন সিনেমা মুক্তি পাওয়া সত্যিই মাইলফলক। এবারের প্রতিটি সিনেমা মানসম্পন্ন। প্রতিটি সিনেমা ভালো। যে জন্য দর্শকরা অনেক আগ্রহ নিয়ে দেখছেন। দেশের সিনেমার জন্য ইতিবাচক হিসেবে দেখছি বিষয়গুলো।

আপনার অভিনীত দাগি ও জংলি মুক্তি পেয়েছে—কোনটাকে বেশি এগিয়ে রাখবেন? জবাবে তিনি বলেন, দুটোকেই। দুটোই আমার পছন্দের সিনেমা। তবে, ভালো মন্দের বিচার দর্শকদের হাতে। তারা কোনটাকে কীভাবে দেখবেন, কোনটাকে এগিয়ে রাখবেন। আমি শুধু বলবো, ভালো অভিনয় করার চেষ্টা করেছি।

দাগি ও জংলি মুক্তির পর বেশ কয়েকবার প্রেক্ষাগৃহে গেছেন এই অভিনেতা। দর্শকদের সঙ্গে বসে নিজের সিনেমা দেখেছেন। দর্শকদের কাছ থেকে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন? জানতে চাইলে তিনি বলেন, আমি থিয়েটার করা মানুষ। থিয়েটারে নাটক করার সময় দারুণভাবে প্রতিক্রিয়া পাওয়া যায়। দাগি ও জংলি দেখতে গিয়ে থিয়েটারের মতো প্রতিক্রিয়া পেয়েছি দর্শকদের কাছ থেকে।

তিনি বলেন, সিনেমা দেখার পর দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দারুণ লেগেছে। আমাকে ছুঁয়ে গেছে। আমি মুগ্ধ!

এদিকে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন ১৯ এপ্রিল। রাশেদ মামুন অপু সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দেবো। সবার অংশগ্রহণ থাকবে। দিনভর একটা উৎসব হবে।

অভিনয় শিল্পী সংঘের বর্তমান এবং আগের কমিটিতে নির্বাচিত হয়েছিলেন এই অভিনেতা। বর্তমান কমিটির সফলতা কিংবা ব্যর্থতা কতটুকু জানতে চাইলে তিনি বলেন, সফলতা আছে। আমরা অনেকগুলো কাজ করেছি। সব সদস্যরা বলবেন কতটা কাজ করেছি। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

অভিনয় নিয়েই বছরজুড়ে তার ব্যস্ততা। নতুন তিনটি সিনেমা নিয়ে কথা চলছে। এছাড়া, ওয়েব সিরিজ নিয়েও কথা চলছে। তিনি বলেন, তিনটি নতুন সিনেমার কথা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চুক্তি হয়ে যাবে।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

41m ago