‘জয়া আর শারমিন’ মুক্তি পাচ্ছে শিগগির

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা 'জয়া আর শারমিন' এখন মুক্তির মিছিলে। 

পিপলু আর খান পরিচালিত সিনেমাটি খুব শিগগির মুক্তি পেতে যাচ্ছে।

আজ রোববার রাতে জয়া আহসান নিজেই দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।

জয়া আর শারমিন সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

টেলিফোনে কথা হলে তিনি বলেন, 'পাঁচ বছর আগে শুটিং করেছিলাম। অনেক দিন পর সিনেমাটি আসছে।'

সিনেমার গল্প সম্পর্কে জানতে চাইলে জয়া বলেন, 'সিনেমায় দুটি চরিত্র জয়া ও শারমিন। দুই নারীর গল্প। "জয়া আর শারমিন" ভিন্ন একটি গল্পের সিনেমা, সম্পর্কের গল্প নিয়ে তৈরি।'

'দুজন নারীর অচেনা ভুবনের গল্প। সিনেমাটি নাড়া দেবে সবাইকে,' যোগ করেন তিনি।

জয়া আরও বলেন, 'এখানে একটা সময়কে তুলে ধরা হয়েছে।  একটা সময়ে দুজন মানুষ পেছন ফিরে দেখতে চায়। দুজনে কোভিডের সময়ে একটি বাড়িতে আটকা পড়ে নিজেদের  মধ্যে তৈরি করে নেয় নিজস্ব ছোট্ট জগৎ।'

জয়া আহসান ছাড়া আরও এতে আরও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তটিনী প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ওয়েবসিরিজ 'জিম্মি'। আশফাক নিপুণ পরিচালিত এই সিরিজটি বেশ প্রশংসা কুড়িয়েছে।

Comments

The Daily Star  | English

Section 144 imposed in Khagrachhari amid blockade over schoolgirl rape

Miscreants trying to undermine peaceful programme, protesters allege

2h ago