মুক্তি পেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘সাবা’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত দ্বিতীয় সিনেমা 'সাবা'।
আজ শুক্রবার সিনেমাটি মুক্তি পেয়েছে। এর আগে, তার প্রথম সিনেমা 'প্রিয় মালতী' দর্শকমহলে বেশ সাড়া জাগিয়েছিল।
'সাবা' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচীসহ প্রমুখ।
সিনেমার গল্পে সাবা সাধারণ পরিবারের মেয়ে। তার বাবা নিখোঁজ এবং মায়ের হুইলচেয়ারের জীবন। কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নিজের জীবন এগিয়ে নিতে হয় তাকে।
সিনেমা মুক্তি উপলক্ষে মেহজাবীন বলেন, 'সাবা আমার খুব পছন্দের একটি সিনেমা। গল্পটা আমাকে গভীরভাবে টেনেছে। আমি চাই, সবাই বাবা-মাকে সঙ্গে নিয়ে সিনেমাটি দেখুক। আশা করি, সাবা দর্শকদের মনে দাগ কেটে যাবে।'
উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে 'সাবা'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এছাড়া, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে ছবিটি।
Comments