শাবনাজের জন্মদিনে টিভিতে ‘ফুল আর কাঁটা’

নব্বই দশকে যে কয়েকজন সিনেমা অভিনেত্রীর আবির্ভাব ঘটে তাদের মধ্যে শাবনাজ (সাবরিনা তানিয়া) অন্যতম।
১৯৯১ সালে খ্যাতিমান পরিচালক এহতেশাম নির্মিত 'চাঁদনী' সিনেমার মাধ্যমে চলচ্চিত্র আসেন তিনি। সেই চলচ্চিত্র থেকেই তার নাম হয় শাবনাজ। এই চলচ্চিত্রে তার সহ-অভিনেতা ছিলেন নাঈম।
চাঁদনী চলচ্চিত্রটি সুপারহিট হওয়ার ফলে শাবনাজ-নাঈম জুটি অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করে।
চলচ্চিত্র জগতে কয়েক বছরের ক্যারিয়ারে শাবনাজ-নাঈম জুটি একসঙ্গে প্রায় ২০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তাদের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে 'জিদ', 'লাভ', 'চোখে চোখে', 'অনুতপ্ত', 'বিষের বাঁশি', 'সোনিয়া', 'টাকার অহংকার', 'সাক্ষাৎ' ও 'ঘরে ঘরে যুদ্ধ'।
আগামীকাল রোববার এই নায়িকার জন্মদিনে বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে 'ফুল আর কাঁটা' সিনেমাটি।
Comments