ঘূর্ণিঝড় ‘সিত্রাং’র প্রভাবে পিরোজপুরে বিদ্যুৎ বন্ধ, বৃষ্টির তীব্রতা বাড়ছে

সময়ের সঙ্গে বাড়ছে বৃষ্টির তীব্রতা। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পিরোজপুরে বাড়ছে বৃষ্টি। গতকাল রোববার রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলেও, মাঝ রাত থেকে বৃষ্টির মাত্র বাড়তে থাকে। আজ সকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের কোনো তীব্রতা।

এদিকে, আজ মধ্যরাত থেকেই পিরোজপুরে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানলে পিরোজপুরের কঁচা, বলেশ্বর, সন্ধ্যাসহ অন্যান্য নদীর পাড়ে অবস্থিত এক ডজনেরও বেশি ইউনিয়নের কয়েকশ গ্রাম মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে মঠবাড়িয়া উপজেলার সাবলেজা, তুষখালী, বড়মাছুয়া ইউনিয়ন, ভান্ডারিয়ার তেলিখালী, ইকড়ি, ভিটাবাড়িয়া; ইন্দুরকানীর চন্ডিপুর, বালিপাড়া, পাড়েরহাট, ইন্দুরকানী সদর এবং পিরোজপুরের শংকরপাশা, শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন।

ঘূর্ণিঝড়ে প্রায় পৌনে ৩ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য ২৬১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। তবে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে মানুষ যেতে শুরু করেনি।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

59m ago