পাহাড়ি ঢলে ভেঙে গেছে বাঁধ, শেরপুরে শতাধিক গ্রাম প্লাবিত

ছবি: সংগৃহীত

দুই দিনের টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান আজ শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পানি আজ সকালে নাকুগাঁও পয়েন্টে ১৭২ সেন্টিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৫৬ সেন্টিমিটার এবং চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৫২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া, ঝিনাইগাতী ‍উপজেলার মহারশি নদীর পানিও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক জায়গায় ভেঙে গেছে বাঁধ।

ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় শেরপুরে ২২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলা শহরের প্রধান সড়ক, বাজার ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Comments

The Daily Star  | English

Trump tells world leaders their countries are 'going to hell' in combative UN speech

US president lectures world leaders on migration, climate change

25m ago