মেক্সিকোতে বন্যায় প্রাণ গেল ৬৪ জনের, নিখোঁজ ৬৫

মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে বন্যায় অন্তত ৬৪ জনের প্রাণ গেছে, নিখোঁজ রয়েছেন অন্তত ৬৫ জন। এএফপির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গত সপ্তাহে মেক্সিকোর কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট প্লাবিত হয়, ভূমিধসের ঘটনা ঘটে এবং সড়ক ও সেতু ভেঙে যায়।
সোমবারও অনেক ছোট গ্রামে রাস্তাঘাট দিয়ে পৌঁছানো যায়নি। স্থানীয়রা খাবার ও জিনিসপত্র পৌঁছানোর জন্য পথ পরিষ্কার করছেন।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম সোমবার বলেন, উদ্ধারকাজে সহায়তার জন্য প্রায় ১০ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নৌকা, বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যায় বিপর্যস্তদের জন্য জরুরি খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে।
বন্যায় যারা বাড়ি হারিয়েছেন, তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। হেলিকপ্টার দিয়ে দূরবর্তী মানুষদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে।
মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান লরা ভেলাজকেজ জানান, ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ভারাকুয়াজ, হিদালগো ও পুয়েবলা প্রদেশে ক্ষয়ক্ষতি হয়েছে। কেবল হিদালগোতেই ৪৩ জন নিখোঁজ রয়েছেন।
তিনি জানান, মাত্র ১২ ঘণ্টা আগে ৪৭ জন প্রাণহানির খবর পাওয়া গেলেও এখন সংখ্যা ৬৪-তে পৌঁছেছে।
মেক্সিকোতে এই বছর ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানী মেক্সিকো সিটিতেও নতুন রেকর্ড হয়েছে।
Comments