চীনের গুইঝৌ প্রদেশে বন্যা, আশ্রয়হীন ৮০ হাজারের বেশি মানুষ

চীনের দক্ষিণ-পশ্চিমের গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যার মাঝে দাঁড়িয়ে প্লাবিত অবস্থায় দাঁড়িয়ে আছে সুউচ্চ ভবনগুলো। ছবি: এএফপি

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যার কারণে ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

সিনহুয়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাঁটুপানিতে নৌকায় করে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকার কর্মীরা। বিদ্যালয়ে আটকে পড়া শিশুদের উদ্ধারেও কাজ করছে জরুরি উদ্ধারকারী দল।

এছাড়া, ড্রোনের মাধ্যমে চালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী দুর্গতদের কাছে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারীরা।

পার্শ্ববর্তী প্রদেশ গুয়াংশিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন উদ্ধার কর্মীরা।

গত সপ্তাহে চীনের হুনান প্রদেশে ভারী বর্ষণের কারণে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

টাইফুন 'উটিপের' প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলেও প্রায় ৭০ হাজার মানুষকে আগে থেকেই পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছিল।

গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ, পাহাড়ি ঢলের আশঙ্কায় ছয় প্রদেশে এই বছরের প্রথম 'রেড অ্যালার্ট' জারি করে। যা দেশটির চার-স্তরের সতর্কতা ব্যবস্থার সবচেয়ে উচ্চমাত্রার সতর্ক সংকেত।

এদিকে চীন এই মুহূর্তে চরম আবহাওয়ার গ্রীষ্মকাল পার করছে। একদিকে দেশটির বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। অন্যদিকে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

এদিকে চলতি সপ্তাহেই রাজধানী বেইজিংয়ে বছরের অন্যতম উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে, যার ফলে দ্বিতীয় সর্বোচ্চ তাপ সতর্কতা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছর ছিল চীনের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার বছর।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে চীনের আবহাওয়া আরও চরমভাবাপন্ন হচ্ছে।

চীন বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও এটি নবায়নযোগ্য জ্বালানির এক শক্তিশালী উৎস।

২০৬০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s body being taken to Manik Mia Avenue for janaza

Janaza will be held at Manik Mia Avenue at 2pm

2h ago

Farewell

10h ago