তাইওয়ানের কাছে ৩৩০ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে। কোলাজ: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে। কোলাজ: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তাদের দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো তাইওয়ানের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। 

আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি।

তাইওয়ানের কাছে যন্ত্রাংশ-উপকরণ মিলিয়ে মোট ৩৩০ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র এখনো তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেয়নি। দীর্ঘদিন ধরে প্রচলিত 'ওয়ান চায়না' নীতি অনুযায়ী স্বশাসিত দ্বীপটিকে চীনের অংশ হিসেবেই বিবেচনা করে ওয়াশিংটন।

বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে এসেছে। বেইজিং বেশ কয়েকবার 'প্রয়োজনে' শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য, 'এটাই নতুন ট্রাম্প প্রশাসনের তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির প্রথম উদ্যোগ ও ঘোষণা।'

এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্যাকেজটির অনুমোদন দেয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নিরাপত্তা সহযোগিতা এজেন্সির বিবৃতিতে জানা গেছে, তাইওয়ান কিছু বিশেষায়িত উপকরণ, যন্ত্রাংশ, বিকল সরঞ্জাম সারানোর উপাদান ও এফ-১৬, সি-১৩০ ও তাইওয়ানে নির্মিত যুদ্ধবিমানের জন্য সহায়তা চেয়েছে।

চীনের নিরবচ্ছিন্ন হুমকির মোকাবিলায় তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে'র সরকার সামরিক শক্তিমত্তা বাড়ানোর অঙ্গীকার করেছেন।

তাইওয়ানের নিজস্ব প্রতিরক্ষা শিল্প আছে। তবে চীনের তুলনায় সামরিক সক্ষমতায় অনেকটাই পিছিয়ে তাইওয়ান। যার ফলে, সামরিক সক্ষমতার বিষয়গুলোতে অনেকাংশে ওয়াশিংটনের ওপর নির্ভর করে তাইওয়ান।

Comments

The Daily Star  | English
Factors Behind Lower Energy Imports Bangladesh

Energy efficiency saved $3.3b in FY24

Households and industries adopting LED lighting, efficient furnaces, waste-heat recovery contributed

15h ago