পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৭

বন্যায় মৃতদের দাফনের প্রক্রিয়া চলছে। ছবি: রয়টার্স

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৭ জনে পৌঁছেছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) বরাত দিয়ে ডন জানায়, বুনের জেলায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি।

গিলগিট-বালতিস্তানে মারা গেছেন ১২ জন এবং আজাদ জম্মু ও কাশ্মীরে নয়জন। উভয় জেলায় ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

ছবি: রয়টার্স

এর মধ্যে ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমে যাওয়া প্রাদেশিক সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ ক্রু নিহত হয়েছেন।

পিডিএমএ'র সর্বশেষ প্রতিবেদন বলছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুনের জেলায় গত ৪৮ ঘণ্টায় মারা গেছেন ২০৪ জন। আহত হয়েছেন ১২০ জন।

জেলা প্রশাসক কাশিফ কাইয়ুম খানের অফিস জানায়, ৫০ জন এখনো নিখোঁজ।

ছবি: এপির সৌজন্যে

পিডিএমএ'র প্রতিবেদন অনুসারে, শাংলায় ৩৬ জন, মানসেহরায় ২৩ জন, সোয়াতে ২২ জন, বাজাউরে ২১ জন, বটগ্রামে ১৫ জন, লোয়ার দিরে পাঁচজন এবং অ্যাবোটাবাদে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

অবকাঠামোগত ক্ষয়ক্ষতির বিবরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ১১টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৬৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোয়াতের দুটি ও শাংলায় আরেকটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

41m ago