যুক্তরাষ্ট্রের উপকূলে মেক্সিকোর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৫ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলে গ্যালভেস্টন শহরের কাছে মেক্সিকোর নৌবাহিনীর একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে একজন কমবয়সী রোগী ও অপর সাত আরোহী ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি হয়েছে। এক যাত্রী এখনো নিখোঁজ আছেন।
আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি ও ফ্রি প্রেস জার্নাল এই তথ্য জানিয়েছে।
মেক্সিকো নৌবাহিনী সচিবালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটি একটি মানবিক অভিযান পরিচালনা করছিল।
দুই আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর একজন এখনো নিখোঁজ আছেন।
মৃতদের মধ্যে দুই বছর বয়সী একজন শিশু ছিল বলে জানিয়েছে সিএনএন।
মার্কিন কোস্ট গার্ড নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গ্যালভেস্টনের দিকে আগানোর সময় উড়োজাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে।
অনেক বেশি পুড়ে গেছে এমন শিশুদের যত্ন নেয়, এমন একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে এই বিশেষায়িত চিকিৎসা অভিযান পরিচালনা করা হচ্ছিল।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের দেওয়া তথ্য মতে, উড়োজাহাজটি মেক্সিকোর ইউকাতান রাজ্যের মেরিদা থেকে গ্রিনিচ সময় পৌনে ৭টার দিকে যাত্রা শুরু করে। সর্বশেষে গ্রিনিচ সময় রাত ৯টা বেজে ১ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টা ১ মিনিট) গ্যালভেস্টন সাগরের ওপর, স্কোলস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এর অবস্থান চিহ্নিত করা যায়।


Comments