আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্ত

যাত্রীরা ভারত, যুক্তরাজ্য, কানাডা ও পর্তুগালের নাগরিক

আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের পরের দৃশ্য। ছবি: এএফপি
আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের পরের দৃশ্য। ছবি: এএফপি

আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ২৪২ আরোহীর বেশিরভাগই ছিলেন ভারত ও যুক্তরাজ্যের নাগরিক।

আজ বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, 'বোয়িং ৭৮৭-৮ ফ্লাইটটিতে...২৪২ যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।'

ভারতের উড়োজাহাজ সংস্থাটি আরও জানায়, '২৩০ যাত্রীর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের, একজন কানাডার ও সাতজন পর্তুগালের নাগরিক।'

'আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্তে সহযোগিতা করছে'।

আজ বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ভারতের বেসামরিক বিমান চলাচল দপ্তরের মহাপরিচালক ফাইজ আহমেদ কাদওয়াই জানান, টেক-অফের পাঁচ মিনিট পর স্থানীয় সময় দুপুর ১টা বেজে ৩৮ মিনিটে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ২৫ মিনিটে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

দীর্ঘ যাত্রার জন্য উড়োজাহাজটিতে বাড়তি জ্বালানি নেওয়া হয়েছিল। এ কারণে বিস্ফোরণ ও বিস্ফোরণ পরবর্তী আগুনের তীব্রতা অনেক বেড়ে যায়।

রয়টার্স জানিয়েছে, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি।

দুর্ঘটনার পর আহমেদাবাদের মেঘানিনগর এলাকার ধরপুর থেকে ঘন-কালো ধোঁয়া দেখা যাচ্ছিল।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান। অন্যান্য জরুরি সেবাদাতা সংস্থার কর্মীদেরও প্রয়োজন অনুযায়ী মোতায়েন করা হচ্ছে।

কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ জানায়নি।

তবে দুর্ঘটনার বিষয়ে এয়ার ইন্ডিয়া সামাজিক মাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করেছে।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

7h ago