যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষে নিহত অন্তত ১৮

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের পর পটোম্যাক নদীতে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের পর পটোম্যাক নদীতে উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি

ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, পানিতে তিন পৃথক অবস্থানে ধসে পড়া উড়োজাহাজ-হেলিকপ্টারের ধ্বংসাওবশেষ ও অন্যান্য কাঠামো আটকে আছে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা। 

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস ডিপার্টমেন্ট জানিয়েছে, সংঘর্ষের পর উড়োজাহাজটি শহরের পটোম্যাক নদীতে আছড়ে পড়েছে। বর্তমানে সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের পর উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের পর উদ্ধারকাজ চলছে। ছবি: এএফপি

সিএনএন বলছে, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী ও চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে তিনজন সেনা সদস্য ছিলেন।

মেট্রোপলিটন পুলিশ এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।

এ ঘটনার পর ওই বিমানবন্দরে উড়োজাহাজ উঠানামা কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয়েছে বলে ফক্স নিউজকে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

 

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

1h ago