অতিরিক্ত ভাড়া আদায়: ঢাকা-চট্টগ্রামে ১৫ মামলা

প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত ১৫টি মামলা করেছেন।

আজ রোববার বাসের বিরুদ্ধে এসব মামলা করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন বিআরটিএর একজন কর্মকর্তা।

পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালত ওই বাসগুলোর কাছ থেকে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানাও আদায় করেছে বলে জানিয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরটিএর ওই কর্মকর্তা জানান, জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধিতে বাসের ভাড়া ২২ শতাংশ পর্যন্ত বাড়ানোর পর প্রথম দিনে মোট ১২টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

সিএনজিচালিত বনশ্রী পরিবহনের একটি বাস ডিজেলচালিত বাসের মতো ভাড়া নেওয়ায় সেটিকে ডাম্প করা হয়।

বিআরটিএর কর্মকর্তা আরও বলেন, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯৩টি যানবাহনকে ২ দশমিক ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  ২টি যানবাহন ডাম্প করা হয়েছে এবং ২ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago