২০২৫ সালের মধ্যে সিলেটের গ্যাস উৎপাদন ৭ গুণ বাড়ানোর লক্ষ্য

বিয়ানীবাজারে পরিত্যক্ত গ্যাসকূপে ওয়ার্কওভার শুরু
সিলেট জ্বালানি
বাপেক্সের তত্ত্বাবধানে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিয়ানীবাজার-১ কূপের ওয়ার্কওভারের উদ্বোধন করা হয় আজ শনিবার। ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি সংকট নিরসনে ২০২৫ সালের মধ্যে গ্যাস উৎপাদন প্রায় ৭ গুণ করার লক্ষ্যে কাজ করছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন ও প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) সহায়তায় বর্তমান দৈনিক ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন থেকে ২০২৫ সাল নাগাদ ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে এসজিএফএল।

এ লক্ষ্যে নতুন গ্যাসক্ষেত্র সন্ধানে ত্রিমাত্রিক সাইসমিক জরিপ, নতুন কূপ খনন ও পরিত্যক্ত কূপের ওয়ার্কওভার শুরু করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

আজ শনিবার বাপেক্সের তত্ত্বাবধানে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বিয়ানীবাজার-১ কূপের ওয়ার্কওভারের উদ্বোধন করা হয়েছে। একই প্রকল্পের আওতায় সিলেট-৮ ও কৈলাশটিলা-৭ নম্বর কূপের ওয়ার্কওভার ইতোমধ্যে শেষ হয়েছে।

এসজিএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ডেইলি স্টারকে বলেন, '৩৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন শেষে ২০১৬ সালে বন্ধ করে দেওয়া হয়। ৪১০০ মিটার গভীর এ কূপের ৩৪৫০ মিটার গভীরতা থেকে আগে গ্যাস উত্তোলন করা হয়েছিল। ওয়ার্কওভারে পুরোনো পাইপ তুলে লগ ইন্টারপ্রিট করার মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়ে আবারো গ্যাস উত্তোলন শুরু করা হবে।'

তিনি বলেন, 'আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শেষ হলে এ কূপ থেকে প্রতিদিন ৭–১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে। এছাড়াও দৈনিক ৯০ ব্যারেলের বেশি কনডেনসেট উৎপাদন হবে এ কূপ থেকে।'

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বর্তমানে দৈনিক ৯১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে জানিয়ে মিজানুর রহমান বলেন, 'জ্বালানিমন্ত্রী, সচিব ও পেট্রোবাংলার পৃষ্ঠপোষকতায় দেশীয় উৎপাদন বৃদ্ধির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস।'

২০২৩ সালের মধ্যে দুটি কূপ খনন (কৈলাশটিলা-৮ ও সিলেট-১০), চারটি ‍কূপের ওয়ার্কওভার ও রশীদপুরে খননকৃত একটি কূপের পাইপলাইন নির্মাণকাজ সম্পন্ন করার মাধ্যমে দৈনিক আরও ৮৩ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সরবরাহ লাইনে দেয়ার আশা জানান তিনি।

ধারাবাহিকভাবে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ২০২৪ সাল শেষে মোট ৬টি কূপ খনন ও ৭টি কূপের ওয়ার্কওভারের লক্ষ্য রয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের যার মাধ্যমে ২০২৪ সাল শেষে দৈনিক মোট গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়াবে ২৫৫ মিলিয়ন ঘনফুট।

তিনি বলেন, 'বাপেক্স ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড মিলে ২০২৫ সালের মধ্যে ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। তখন ৪৬টি কূপ থেকে প্রোডাকশন চলবে।'

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

4h ago