রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ রাশিয়াকে ইউয়ানে শোধ করবে বাংলাদেশ

রূপপুর
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। স্টার ফাইল ফটো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঋণের অর্থ রাশিয়াকে চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ।

বাংলাদেশ সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে সোমবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পাবনার রূপপুরে ১২ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের এ প্রকল্প নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি রোসাটম। দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মধ্যে প্রথমটির নির্মাণকাজ চলছে।

প্রকল্প বাস্তবায়ন শেষ হলে এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। 

এ প্রকল্পের ৯০ শতাংশ অর্থায়ন রাশিয়ান ঋণের মাধ্যমে করা হয়েছে। ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৮ বছরের মধ্যে বাংলাদেশকে এ ঋণ পরিশোধ করতে হবে।

২০২৪ সালে প্রথম ইউনিট ও ২০২৫ সালে দ্বিতীয় ইউনিট চালু করার কথা।

 

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

24m ago