চট্টগ্রামে পাইপলাইনে লিকেজ, চাঁদপুরে গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর যেসব এলাকায় বুধবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রতীকী ছবি

চট্টগ্রামে পাইপ লাইনে লিকেজের কারণে চাঁদপুর শহরের আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। গ্যাস না থাকায় বুধবার সকাল থেকে শহরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চাঁদপুর কার্যালয় থেকে জানানো হয়, চট্টগ্রামে ৪২ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে ছিদ্র হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বিগ্নিত হচ্ছে। পাইপ মেরামতের কাজ চলছে। বৃহস্পতিবার সকাল নাগাদ গ্যাস সরবরাহ শুরু হতে পারে।

গণমাধ্যমেক এই তথ্য নিশ্চিত করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোবারক হোসেন। 

শহরবাসী জানান, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চাঁদপুর শহরের বাসিন্দাদের বিপাকে পড়তে হয়েছে। বাড়িতে চুলা না জ্বলায় হোটেল থেকে খাবার এনে খেতে হয়েছে অনেককে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব বিভাগ) সৈকত হোসেন বলেন, চট্টগ্রাম আনোয়ার এলাকায় মেরামত কাজ চলছে। প্রাকৃতিক কোন সমস্যা না দেখা দিলে বৃহস্পতিবার সকালের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে।

Comments

The Daily Star  | English

26 killed in Pakistan, 12 in India

India says 'targeted attacks', Pakistan says civilians hit, vows response

13h ago