সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ সন্ধ্যা ৬টা-রাত ৯টা

সিএনজি স্টেশন। ফাইল ছবি

সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধের সময় ২ ঘণ্টা কমিয়েছে সরকার।

আজ মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার সময়কাল ২ ঘণ্টা কমানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এ সিদ্ধান্ত আগামীকাল ১ জানুয়ারি বুধবার থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

এতদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো।

Comments

The Daily Star  | English

When water becomes poison

Forty-five-year-old Shefali Bibi of Datinakhali village in Satkhira’s Shyamnagar spends her mornings pulling fishing nets and collecting grass from a nearby pond. Constantly exposed to its saline water, which she also uses for bathing and household chores, she now suffers from a full-body rash.

5h ago