জাতীয় গ্রিডে ত্রুটি, দক্ষিণের ২১ জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন

লোডশেডিং
ছবি: সংগৃহীত

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে দেশের ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

আজ শনিবার সন্ধ্যায় পৌনে ৬টার দিকে কারিগরি ত্রুটির কারণে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের কিছু অংশ জাতীয় গ্রিডের সঞ্চালন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডব্লিউজেডপিডিসিএল) নির্বাহী প্রকৌশলী মঞ্জুল কুমার স্বর্ণকার এই তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ডব্লিউজেডপিডিসিএলের অন্য একজন কর্মকর্তা বলেন, গোপালগঞ্জের আমিন বাজার জাতীয় গ্রিডে সমস্যার কারণে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

তিনি আরও বলেন, এই গ্রিড দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

'এটি রামপাল ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের জন্য একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন কেন্দ্র,' যোগ করেন তিনি।

বরিশাল পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান পলাশ বলেন, যদিও এই সমস্যার সূত্রপাত বরিশাল বিভাগের বাইরে হয়েছে, তবে এর কারণে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

তিনি আরও বলেন, 'যাই হোক, এখন বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে।'

Comments

The Daily Star  | English

AL attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

7h ago