রূপপুরে রিঅ্যাক্টর কনটেইনমেন্টের পরীক্ষা সম্পন্ন, হতে পারে অনাকাঙ্ক্ষিত শব্দ

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প | ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কম্পার্টমেন্টাল কনটেইনমেন্টের অভেদ্যতা ও দৃঢ়তা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর আগে রিঅ্যাক্টরের কার্যকারিতা ও দৃঢ়তা যাচাই করতে এই পরীক্ষা চালানো হয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম এই তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, পরীক্ষায় প্রকল্পের নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে।

শিগগির প্রথম ইউনিটে কিছু 'হট মিডিয়া টেস্ট' চালানো হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এসব পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হতে পারে।

এতে স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কনটেইনমেন্ট মূলত একটি অতি সুদৃঢ় কাঠামো, যা নির্মাণে ব্যবহৃত হয় প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট এবং এর ভেতরের দেয়ালে থাকে একটি শক্ত ইস্পাতের আবরণ। এর নকশা এমনভাবে করা হয়, যাতে কোনো জরুরি পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ রিঅ্যাক্টর কমপার্টমেন্টের বাইরে বের হতে না পারে।

এই পরীক্ষায় একটি উচ্চক্ষমতাসম্পন্ন কম্প্রেসার ব্যবহার করে কনটেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি করে দেখা হয়, কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কতটা চাপ সহ্য করতে সক্ষম।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দুটি ইউনিট। দেশটির রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের প্রকৌশল বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। দুটি ইউনিটের প্রতিটি থেকে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বর্তমানে প্রথম ইউনিটের কাজ প্রায় শেষের দিকে। ইতোমধ্যে দুটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ চুল্লি স্থাপিত হয়েছে।

Comments

The Daily Star  | English
jamaat-ameer-shafiqur

Second uprising, this time against corruption: Jamaat chief

Says, if elected, MPs will act as servants, not masters

58m ago