পরিবেশ দূষণ: নরসিংদীতে চার ইটভাটাকে ১২ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র না থাকা ও দূষণের অভিযোগে নরসিংদীতে চারটি ইটভাটাকে জরিমানা করা হয়। ছবি: সংগৃহীত

নরসিংদীর মনোহরদী ও বেলাবো উপজেলায় পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে চারটি ইটভাটাকে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেন।

নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইটভাটা গুলো হলো মনোহরদীর চন্ডিচলা এলাকার বড়চাপার বি আর বি ব্রিকস, একই এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন, বেলাবো উপজেলার সল্লাবাদ এলাকার পিএসবি ব্রিকস এবং একই এলাকার ন্যাশনাল ব্রিকস। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা, সহকারী পরিচালক মো. মুনসুর মোল্লা, সহ পুলিশ, আনসার ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Idle Land Cruisers and Harriers: 30 duty-free vehicles of ex-MPs find a new avenue

After Customs failed to sell them, NBR orders transfer to Directorate of Govt Transport

44m ago