পর্যটক যাতায়াত সীমিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে সেন্টমার্টিনে বিক্ষোভ

সেন্টমার্টিনে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সেখানকার বাসিন্দারা।

গতকাল বুধবার সন্ধ্যায় হাজারো দ্বীপবাসীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভকারীরা সরকারি এই সিদ্ধান্তকে আত্মঘাতী উল্লেখ করেন।

এসময় তারা দ্বীপের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং 'দ্বীপে পর্যটকদের যাতায়াত সীমিত করার আত্মঘাতী সিদ্ধান্ত মানি না, এই সিদ্ধান্ত আমাদের পেটে লাথি মারার মতো' ইত্যাদি বলে স্লোগান দেন।

গত মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, 'সেন্টমার্টিনে চার মাস পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে নভেম্বরে পর্যটকরা যেতে পারলেও রাত্রিযাপন করতে পারবেন না। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেতে পারবেন, থাকতেও পারবেন। তবে এসময় দিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না।'

দ্বীপ পরিবেশবান্ধব করার জন্য এই সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া, সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক নিষিদ্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Comments

The Daily Star  | English

'If we are not safe, our enemies cannot be safe here either'

Mahfuj Alam says foreign assets manufactured consent for attacking Hadi

1h ago