ব্যাটারি কারখানার বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ প্রাথমিকের শিক্ষার্থীরা
নরসিংদীর শিবপুরে প্রাথমিক বিদ্যালয়ের পাশেই অবস্থিত একটি ব্যাটারি কারখানা। এর বিষাক্ত ধোঁয়ায় চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, 'এশিয়া কার বিডি লিমিটেড' নামের কারখানাটি পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা সংগ্রহ করে। এতে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ।
দীর্ঘদিন ধরে এই ধোঁয়ার কারণে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়াসহ নানা স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে।
আজ সোমবার সরেজমিনে উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত কারখানাটির পাশেই পুরান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কারখানার পাশেই বাজার ও জনবসতি। কারখানাটিতে পুরোনো ব্যাটারি পোড়ানো নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আলিম উদ্দিন (৩৩) দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে পুরোনো ব্যাটারি পুড়িয়ে নতুন ব্যাটারি তৈরি করা হয়। ফলে চারদিকে কালো ধোঁয়া ও পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এতে আমাদের সন্তানরা স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাই।'
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজিব মিয়া জানান, প্রায়ই বিষাক্ত ধোঁয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ ঢেকে যায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ক্লাস করা কঠিন হয়ে পড়েছে। 'অনেক শিশু শ্বাসকষ্টে ভুগছে, অনেকের চোখে সমস্যা দেখা দিয়েছে।'
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ধোঁয়ার কারণে তাদের চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাস নিতে কষ্ট হয়।
কারখানার ধোঁয়ায় বাজারের ব্যবসায়ীরাও অতিষ্ঠ। মুদি দোকানদার আমির হোসেন (৪৩) দ্য ডেইলি স্টারকে বলেন, 'দোকানঘরের টিনের চালা মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ ও জীবিকা—দুইই ক্ষতিগ্রস্ত হচ্ছে।'
এ বিষয়ে জানতে কারখানাটিতে গেলে প্রতিবেদককে ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়।
পরে মুঠোফোনে কারখানার এক কর্মকর্তা রনি বলেন, 'ধোঁয়া নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা আফরোজ জানান, কারখানার বিষাক্ত ধোঁয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। স্থানীয়রা মানববন্ধনও করেছেন। কিন্তু, কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেলা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'
এ বিষয়ে নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, 'শিবপুরে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। ইতোমধ্যে লোক পাঠানো হয়েছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। ব্যাটারি কারখানাটির লাইসেন্স সংক্রান্ত বিষয় যাচাই করে ২–৩ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments