ঢাকায় শিলাবৃষ্টি

শাহবাগ মোড়ের শিলাবৃষ্টির চিত্র। ছবি: আরাফাত সেতু/স্টার

রাজধানী ঢাকায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে।

রোববার রাত ৯টার পর থেকে এই বৃষ্টি শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, ঢাকায় কালবৈশাখীসহ শিলাবৃষ্টি হচ্ছে। এটিই এই মৌসুমে রাজধানীতে প্রথম শিলাবৃষ্টি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা থেমে থেমে কয়েক দফা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

শিলাবৃষ্টি। ছবি: প্রবীর দাশ/স্টার

রোববার ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আগেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দীর্ঘ প্রায় এক মাসের তীব্র তাপদাহের পর গত ২ মে রাতে ঢাকায় নামে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের মতে, এ বছর এপ্রিলে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস, যা গত ৭৬ বছরে এপ্রিলে রেকর্ড করা গড় তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি। এ ছাড়া, এবারই এপ্রিলে দীর্ঘতম তাপদাহ বয়ে গেছে দেশজুড়ে।

কারওয়ান বাজারে বৃষ্টির চিত্র। ছবি: প্রবীর দাশ/স্টার

শুধু উষ্ণতম নয়, এই এপ্রিল ছিল গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে শুষ্কতম। দেশের গড় বৃষ্টিপাত ছিল এক মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিলে দেশে গড় বৃষ্টিপাত ১৩৪ মিলিমিটার।

আবহাওয়াবিদরা জানান, ১৯৮১ সালের পর এবারের এপ্রিল ছিল শুষ্কতম মাস।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

8h ago