তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

সর্বনিম্ন তাপমাত্রা, মৃদু শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়া, আবহাওয়া অধিদপ্তর, পঞ্চগড়,
ছবি: কামরুল ইসলাম রুবাইয়াত

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। যা এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেছেন, আজকের তাপমাত্রা আগের দিনের চেয়ে বেশ কমেছে, গতকাল তাপমাত্রা ছিল ১১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, হিমালয়ের দিক থেকে আসা হিম বাতাস পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে এসব জেলায় শীতের তীব্রতা বেড়েছে।

আগামী কয়েকদিন আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা আছে বলে জানান এই কর্মকর্তা।

গতকাল পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, বুধবার যা ছিল ১৫ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ছয় ডিগ্রি সেলসিয়াসের কম হলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

পঞ্চগড় পৌরসভার ভ্যানচালক মো. সাইফুদ্দিন (৫০) জানান, সকাল থেকে সূর্যের আলো দেখা গেলেও উত্তর দিক থেকে আসা ঠাণ্ডা বাতাসে বাইরে থাকা যাচ্ছে না।

ঠাকুরগাঁও সদর উপজেলার বাথিনা গ্রামের খেতমজুর দিনেশ বর্মন (৪৮) বলেন, শীতের তীব্রতা সহ্য করে আমাদের কাজ করতে যাচ্ছে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম জানান, হাসপাতালের ৪৫ শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে গত কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত প্রায় ২০০ শিশু ভর্তি হয়েছে। গড়ে ছয় শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে।


 

Comments

The Daily Star  | English

More than 290 killed in Air India plane crash: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

8h ago