ঢাকাসহ বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

বজ্রপাত
ছবি: হুমায়েদ উল্লাহ

ঢাকাসহ দেশের বিভিন্নি জেলায় দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি ও বজ্রপাতের পূবাভার্স দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বজ্রপাত নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার সকালে এ পূর্বাভাস ও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ ১৫ মে সকাল ১০টা ৪৫ মিনিট পরবর্তী এক থেকে তিন ঘণ্টা ঢাকা, গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/ বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর পরামর্শ দিয়েছে, বজ্রপাত চলাকালীন সময়ে ঘরের বাইরে যাওয়া যাবে না।

সংস্থাটি আরও পরামর্শ দিয়েছে, বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যে শব্দটি শুনবেন সেই সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরে অবস্থান করতে হবে।

আবহাওয়া অধিদপ্তরের বজ্রপাত সতর্কবার্তায় কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—

  • বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন।
  • জানালা ও দরজা বন্ধ রাখুন।
  • সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন।
  • নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন।
  • গাছের নিচে আশ্রয় নেবেন না।
  • কংক্রিটের মেঝেতে শোবেন না। কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
  • বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন।
  • জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন।
  • বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।
  • শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।


 

Comments

The Daily Star  | English

BNP holds meeting with Yunus

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

1h ago