ডেঙ্গুতে ঢাকা মেডিকেলের চিকিৎসক শরিফার মৃত্যু

ডা. শরিফা বিনতে আজিজ আঁখি। ছবি: সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শরিফা বিনতে আজিজ আঁখি (২৭) মারা গেছেন।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু করছিলেন এবং হাসপাতালের মেডিসিন বিভাগে দায়িত্ব (ডিউটি) পালন করতেন।

ডা. শরিফার গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহারের জয়পাড়া গ্রামে। 

এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেক চিকিৎসক ডা. আলমিনা দেওয়ান মিশু (৩৩) গত ৮ আগস্ট মারা যান।

Comments

The Daily Star  | English
government

Govt to act with people’s backing if blocked from responsibilities: advisory council

"The Advisory Council believes that a broader unity is essential to maintain national stability"

29m ago