ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৭০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬৬ জন, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।
এর আগে গতকাল ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়।


Comments