ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৭
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে তিনজন পুরুষ, চারজন নারী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭৭ জন, যাদের মধ্যে ১৯৬ জন পুরুষ ও ১৮১ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন, যার মধ্যে ৫৭ হাজার ৮৩৯ জন পুরুষ ও ৩৪ হাজার ৯৪৫ জন নারী।


Comments