২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৫ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭৯২
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। একই সময়ে আরও ৭৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ৩৩১ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৩ হাজার ৮৫৮ জনে দাঁড়িয়েছে।


Comments