২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ২ রোগীর মৃত্যু, হাসপাতালে ৭১৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত আরও ৭১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন ও দক্ষিণ সিটি এলাকায় একজন মারা গেছেন। এ নিয়ে মোট ২১৭ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫১ হাজার ৪০৪ জনে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ৪৮ হাজার ৬৬৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ি ফিরে গেছেন।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দুই হাজার ৫২০ জন। এর মধ্যে এক হাজার ৬৬১ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।
Comments