ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭২৬ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮৩ জন, যাদের মধ্যে ১৫১ জন পুরুষ ও ১৩২ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৬৭৫ জন, যার মধ্যে ৪৪ হাজার ৫২৫ জন পুরুষ ও ২৭ হাজার ১৫০ জন নারী।


Comments