চিনির দাম কেজিতে ১৩, সয়াবিন তেল লিটারে ১২ টাকা বেড়েছে

oil-and-sugar.jpg

প্যাকেটজাত চিনির দাম কেজিতে ১৩ টাকা বেড়ে ১০৮ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বেড়ে ১৯০ টাকায় দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার থেকেই নতুন এ দাম কার্যকর বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র।

নতুন দাম অনুযায়ী, আজ থেকে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯০ টাকা। এত দিন দাম ছিল ১৭৮ টাকা। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৯২৫ টাকায়। এত দিন দাম ছিল ৮৮০ টাকা। এ ছাড়া, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বেড়ে হয়েছে ১৭২ টাকা। এত দিন ছিল ১৫৮ টাকা। আর প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১২১ টাকায়।

আর প্রতি কেজি প্যাকেটজাত চিনি আজ থেকে বিক্রি হবে ১০৮ টাকায়। আগে দাম ছিল ৯৫ টাকা।

Comments

The Daily Star  | English

Election in first half of April 2026

In his address to the nation, CA says EC will later provide detailed roadmap

11h ago