শনিবার থেকে বিসিএস চিকিৎসকদের কলম বিরতি

ছবি: সংগৃহীত

পদোন্নতির দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা। টানা তিনদিন সকাল ১০টা থেকে দুই ঘণ্টা করে তাদের এই 'কলম বিরতি' কর্মসূচি চলবে।

তারা জানিয়েছে, এর মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে ১১ মার্চ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন।

কলম বিরতি কর্মসূচি চলাকালে রোগীদের সেবা প্রদান বন্ধ থাকবে, তবে জরুরি পরিষেবা অব্যাহত রাখবেন তারা।

গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এই কর্মসূচি ঘোষণা করেছিল।

আজ শুক্রবার দিবাগত রাতে সংগঠনটির আহ্বায়ক মির্জা মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কলম বিরতি কর্মসূচি চলবে।'

তিনি আরও বলেন, '৬০টি চিকিৎসক সমিতির সমর্থন আমাদের রয়েছে।'

আসাদুজ্জামান জানান, সারা দেশে বিভিন্ন গ্রেডের প্রায় সাড়ে সাত হাজার চিকিৎসক পদোন্নতির অপেক্ষায় রয়েছেন।

Comments

The Daily Star  | English
Protesting NBR officials observe work abstention

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

1h ago