টাইফয়েড টিকাদান শুরু ১২ অক্টোবর

দেশের সব শিশুদের বিনামূল্যে টাইফয়েডের টিকাদান কর্মসূচি আগামী ১২ অক্টোবর শুরু হবে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক চিঠিতে এই তথ্য জানিয়েছে।
মাসব্যাপী এই কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী (প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি ও সমমান পর্যায়) সব শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।
টিকা নেওয়ার আগে vaxepi.gov.bd সাইটে প্রবেশ করে জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
Comments