ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: রয়টার্স
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । রয়টার্স ফাইল ফটো

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সঙ্গে পূর্ণ সমন্বয় করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলা চালানো হয়েছে।

জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে নেতানিয়াহু এ কথা বলেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এবং বিশ্ব শান্তিকে বিপন্ন করেছে।

'অভিযান শেষ হওয়ার পরপরই ট্রাম্প তাকে ফোন করেছিলেন,' বলেন নেতানিয়াহু।

এর আগে ট্রাম্পও বলেছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে হামলা করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

Comments

The Daily Star  | English

‘No bone, do not press’

Bandage on CU student Mamun’s head reads

17m ago