ইতালিতে বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যু, ঘরছাড়া ১৩ হাজারের বেশি

এমিলিয়া-রোমাগনা অঞ্চলে বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন দমকলকর্মীরা। ছবি: রয়টার্স

ইতালিতে ২০টির বেশি নদীর পানি প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে। বন্যায় অন্তত ১৩ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

৬ মাস বৃষ্টিপাতের পর গত দেড় দিনে এ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় ১৩ হাজার লোককে তাৎক্ষণিক বাড়িঘর ছাড়তে হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

বোলোগনা শহর ও উত্তর-পূর্ব উপকূলের মধ্যে প্রায় ১১৫ কিলোমিটারের ভেতর প্রায় প্রতিটি নদী প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার এসব এলাকা থেকে আরও মরদেহ পাওয়া গেছে।

প্রায় ২৮০টি ভূমিধসের খবর পাওয়া গেছে। দমকলকর্মীরা লোকজনকে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে পাঠাতে সহযোগিতা করে।

বোলোগনার দক্ষিণে বোটেঘিনো ডি জোকা এলাকায় রবার্টা লাজারিনির (৭১) বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, 'খুব খারাপ ৪৮ ঘণ্টা পার করলাম। পুরো গ্রাম পানি-কাদায় ডুবে গেছে।'

বুধবার তাদের গ্রামের রাস্তা, বাড়ি, বাগান সব প্লাবিত হয়েছে বলে জানান তিনি।

'জীবনে এ এলাকায় এমন কিছু দেখিনি। জলাবদ্ধ হয়ে পড়লে কী করতে হবে তাৎক্ষণিক বুঝতে পারিনি,' বলেন তিনি।

এমিলিয়া-রোমাগনা প্রদেশে শুধু নদী নয়, খালগুলোও প্লাবিত হয়েছে।

দেশটির সিভিল প্রটেকশন মিনিস্টার নেলো মুসুমেসি বলেন, 'ইতালির জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় রূপ নিয়েছে। ৩৬ ঘণ্টায় গড়ে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় ৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।'

তিনি জানান, গত ৪০ বছরে কোনো অঞ্চলে বাঁধ নির্মাণ করা হয়নি। এ অবস্থা থেকে রক্ষা পেতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারদের নতুন পদ্ধতি প্রয়োগ করতে হবে।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার আগামী মঙ্গলবার সংকটকালীন বৈঠক আহ্বান করেছেন।

এমিলিয়া-রোমাগনা প্রদেশের প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago